রাজধানীর কল্যাণপুরের একটি মেস থেকে আজ বুধবার বিকেলে ১৬টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে সেগুলো নিষ্ক্রিয় করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দল।
ডিএমপির মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাসুক মিয়া দুপুরে প্রথম আলোকে বলেন, পুলিশ জানতে পারে, কল্যাণপুরের মিজান টাওয়ারের পঞ্চম তলায় একটি মেসে বোমা আছে। এ তথ্যের ভিত্তিতে বেলা দুইটার পর মিরপুর থানা-পুলিশ মেসের তালা ভেঙে ভেতরে ঢুকে তল্লাশি চালিয়ে বোমাসদৃশ একটি বস্তু পেয়ে সেটি ঘিরে রাখে। একটি কালো রঙের পলিথিনে মোড়ানো কার্টনের মধ্যে বোমাসদৃশ বস্তুটি দেখা যায়। পরে ডিএমপির বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দল গিয়ে কার্টনের মধ্য থেকে ১৬টি ককটেল উদ্ধার করে। বিকেল সোয়া পাঁচটার দিকে কল্যাণপুর গার্লস কলেজ মাঠে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।
পুলিশ কর্মকর্তা মাসুক মিয়া বলেন, ওই মেসে হোটেল কর্মচারীরা থাকেন। ঘটনার সময় তাঁদের কাউকে পাওয়া যায়নি। পুলিশ তাঁদের খুঁজছে।