কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ৯ দফা দাবি মেনে নিয়ে সমস্যার দ্রুত সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ তরীকত ফেডারেশন।
তরীকত ফেডারেশন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪–দলীয় জোটের শরিক। দলটির পক্ষ থেকে শনিবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে ইতিমধ্যে ছাত্রদের বিজয় সুনিশ্চিত হয়েছে। একই সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা যৌক্তিক দাবির প্রতি অবিচল থাকার আহ্বান জানানো হচ্ছে। এর বাইরে কোনো রাজনৈতিক দাবির ব্যাপারে শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে বলে মনে করে তরীকত ফেডারেশন।
তরীকত ফেডারেশন বলেছে, সরকার অনেক সময়ক্ষেপণ করেছে, ছাত্র-জনতার অনেক রক্ত ঝরেছে, যা কোনোভাবেই কাম্য নয়। সমস্যা সমাধানে সরকারকেই অগ্রণী ভূমিকা নিয়ে ছাত্রদের আস্থায় নিয়ে দ্রুত সমস্যার সমাধান করতে হবে।
তরীকত ফেডারেশনের চেয়ারম্যানের ঢাকার বাসভবনে শনিবার বিকেলে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ আলী ফারুকী, ভাইস চেয়ারম্যান সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী, সৈয়দ আবু দাউদ মছনবী হায়দার ও যুগ্ম মহাসচিব খাজা বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী প্রমুখ। এ বৈঠকের পর বিজ্ঞপ্তি দেওয়া হয়।