হানিয়াকে হত্যায় ‘স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করা হয়েছে: ইরান

হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে ‘স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করে ইসরায়েল হত্যা করেছে বলে জানিয়েছে ইরানের রেভল্যুশনরি গার্ড কোর।

বাহিনীটির দাবি, ইরানের রাজধানী তেহরানে যে ভবনে হানিয়া অবস্থান করছিলেন, ওই ভবনের বাইরে থেকে হামলাটি চালানো হয়েছিল। এ হামলায় যুক্তরাষ্ট্রের সমর্থন ছিল।
শনিবার এক বিবৃতিতে এ দাবি করেছে ইরানের রেভল্যুশনরি গার্ড কোর। বিবৃতিতে বলা হয়, ওই ভবনের বাইরে থেকে সাত কেজি ওজনের বিস্ফোরক বহনে সক্ষম স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলাটি চালানো হয়। এতে ভয়াবহ বিস্ফোরণ হয়।

গত মঙ্গলবার রাতে তেহরানে নিহত হন ইসমাইল হানিয়া। দেশটির নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। হানিয়ার মৃত্যুর পর প্রতিশোধ নেওয়ার হুমকি দেয় ইরান ও হামাস। অপর দিকে রেভল্যুশনারি গার্ডও বলেছে, হানিয়ার হত্যার বদলা নেবে তারা। ইসরায়েল ‘সঠিক সময়ে, সঠিক স্থানে, সঠিক উপায়ে কঠিন শাস্তি পাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *