ইসরায়েলের ভূখণ্ডে বেশ কয়েকটি ‘কাতিউশা’ রকেট ছুড়েছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গতকাল শনিবার হিজবুল্লাহ এ কথা জানিয়েছে।
হিজবুল্লাহ জানিয়েছে, গাজা যুদ্ধের পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানোর জন্য ইসরায়েলে একের পর এক হামলা চালিয়ে আসছে তারা। এর সর্বশেষ নজির গতকালের হামলা।
ইসরায়েলের উত্তরাঞ্চলের বেইত হিলেল এলাকায় হামলার এসব ঘটনা ঘটেছে। এর আগে লেবাননের কেফার কেলা ও দেইর সিরিয়ানে এলাকায় হামলা চালায় ইসরায়েল। হামলায় কয়েকজন বেসামরিক মানুষ আহত হন। এর জবাবে ইসরায়েলি ভূখণ্ডে রকেট ছুড়েছে হিজবুল্লাহ।