শ্রীলঙ্কা দলে যেন চোটের হাটবাজার বসেছে। এবার হ্যামস্ট্রিংয়ে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন লেগ স্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা, যা সব মিলিয়ে ভারত সিরিজে পঞ্চম। তাঁর বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে ৩৪ বছর বয়সী লেগ স্পিনার জেফ্রি ভ্যান্ডারসেকে।
কলম্বোয় গত শুক্রবার প্রথম ওয়ানডেতে নিজের দশম ওভারের শেষ বলটি করার সময় বাম হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন তিনি। পরে এমআরআই স্ক্যানে তাঁর চোট ধরা পড়ে। টাই হওয়া সে ম্যাচে দারুণ অবদান রাখেন হাসারাঙ্গা। ১০ ওভারে ৫৮ রান দিয়ে নেন ৩ উইকেট।