ফ্রান্সের কাছে সংঘাতময় এক ম্যাচে ১-০ গোলে হেরে অলিম্পিকের শেষ আট থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনার ছেলেরা। ফ্রান্সের সঙ্গে আর্জেন্টিনার ছেলেরা না পারলেও ব্রাজিলের মেয়েরা ঠিকই পেরেছে। যেন চিরপ্রতিদ্বন্দ্বীদের হারের ‘প্রতিশোধ’টা তারাই নিয়ে নিল। ব্রাজিল ম্যাচটি জিতেছে ১-০ গোলে। এই জয়ে ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি মার্তার অলিম্পিক সোনা জয়ের স্বপ্নটাও ভালোভাবে বেঁচে থাকল। এখন অপেক্ষা শুধু আর দুই ম্যাচের বাধা পেরোনোর।
এবারের অলিম্পিকে ফুটবলে যাদের ওপর সবচেয়ে বেশি দৃষ্টি ছিল মার্তা তাঁদের অন্যতম। ছয়বারের বর্ষসেরা নারী ফুটবলার মার্তা অলিম্পিক সোনা জয়ের স্বপ্ন অবশ্য প্রায় ভেঙে যেতেই বসেছিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে ব্রাজিলের হারা ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এই ব্রাজিলিয়ান ফুটবলার। সেই ম্যাচের পর মার্তার অলিম্পিক স্বপ্ন শেষ হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছিল।