যুক্তরাষ্ট্রে ‘এল ক্লাসিকো’তে বার্সেলোনার চারে চার

যুক্তরাষ্ট্রের মাটিতে ‘এল ক্লাসিকো’তে জয়ের ধারা অব্যাহত রাখল বার্সেলোনা। নিউ জার্সিতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এবার বার্সা জিতল ২-১ গোলের ব্যবধানে। ম্যাচের ৪২ ও ৫৪ মিনিটে বার্সার হয়ে জোড়া গোল করেন পাউ ভিক্তর। এরপর ৮২ মিনিটে নিকো পাজ রিয়ালের হয়ে ব্যবধান কমালেও সেটা কেবল সান্ত্বনাই দিয়েছে। ম্যাচে আর ফেরা হয়নি রিয়ালের।

এ জয়ের যুক্তরাষ্ট্রের মাটিতে এখন পর্যন্ত হওয়া চারটি এল ক্লাসিকোর সব কটিতেই জিতল বার্সা। ২০১৭ সালে মায়ামিতে প্রথমবার মুখোমুখি হয়েছিল রিয়াল-বার্সা। সেই ম্যাচে বার্সা জিতেছিল ৩-২ গোলে। এরপর ২০২২ সালে লাস ভেগাসে বার্সা জেতে ১-০ গোলে। গত বছর ডালাসে বার্সার কাছে রিয়াল উড়ে যায় ৩-০ গোলে। আর এবার কাতালান পরাশক্তিরা ম্যাচ জিতল ২-১ গোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *